দর্পণ ডেস্ক : শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে # মি-টু মুভমেন্ট বাংলাদেশে সাথে সংহতি প্রকাশ করে আয়োজিত মানববন্ধনে যৌন নির্যাতন রোধে হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন সমাজের সচেতন নাগরিকরা। দেশের প্রতিটি করপোরেট অফিসে একটি যৌন নিপীড়ন বিষয়ক কমিটি গঠন করতে হবে।
নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু এ সময় সরকারের সর্বোচ্চ আদালতের দেওয়া রায় বাস্তবায়নের জন্য সকল প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান । তিনি বলেন এই আইন বাস্তবায়িত হলে যৌন হয়রানি অনেকটাই কমে আসবে।
মি-টু’র আমলে নেয়ায় ডেইলি স্টার এর প্রতি সাধুবাদ জানিয়ে বাংলাদেশ উইমেন জানালিষ্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু বলেন আমরা আশা করি ডেইলি স্টার অন্য প্রতিষ্ঠান গুলোর জন্য দৃষ্টাান্ত স্থাপন করবে। উইমেন জানালিষ্ট নিউজ নেটওয়ার্কের সভাপতি আগুর নাহার মন্টি বলেন, সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মি-টু তে নিজেদের জীবনে ঘটে যাওয়া বিভীষিকাময় দূর্ঘটনা প্রকাশকে নৈতিকভাবে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন শতাধিক সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীরা। জাতীয় প্রেক্লাবের সামনে মিন্টু মুভমেন্ট বাংলাদেশ এর সাথে সংহতি মাননবন্ধনে তারা বলেন, হাজার বছরের ট্যাবু ভেঙ্গে বের হয়ে আসা এই সব সাহসী মেয়েদের প্রতি সমবেদনা, শ্রদ্ধা এবং পূর্ণ সমর্থন জানাচ্ছি।
বাংলাদেশ উইমেন জানালিষ্ট ফোরামের সাধারন সম্পাদক শারমিন রিনভী বলেন, এমন অনৈতিক আচরণের বহি:প্রকাশে দেশের স্বনামখ্যাতদের মুখোশ উন্মোচিত হচ্ছে। অভিযুক্তদের আসল চেহারা স্যোশাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমরা বিব্রতবোধ করছি। বিষয়টি এখন কমিউনিটির গন্ডি পেরিয়ে পারিবারিক অঙ্গনেও প্রবেশ করায় যার পরনাই বিব্রত, চিন্তিত আমরা।
মানবন্ধনে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির সভাপতি নাসিমা সোমা বলেন যৌন নিপীড়ন বন্ধে পরিবার থেকে থেকে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানববন্ধনে মি-টু মুশফিকা লাইজু, নাদিরা দিল রুবা উপস্থিত ছিলেন।
আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা রির্পোটাস ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা এর যুগ্ম সম্পাদক রুহুল আমিন রাসেল, বাংলাদেশ সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী, প্রজন্ম একাত্তর এর আহবায়ক এফ এম শাহিন সহ শতাধিক নানা পেশাজীবিরা মানববন্ধন করেন।
উল্লেখ্য বাংলাদেশে ইতিমধ্যে ৬জন সাহসী নারী # মি-টু আন্দোলনে নিজেদের উপর ঘটে যাওয়া যৌন নির্যাতনের কথা প্রকাশ করেছেন। তাদের প্রকাশ করা যৌন নিপেড়ক এর মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও মিডিয়া জগতের লোক।