কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নে ইলিশ রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা শনিবার সকাল ১০টায় নীলগঞ্জ ইউপি কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো: আলমগীর হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম মোল্লা, ইউপি সচিব নন্দ কুমার, কৃষি কর্মকর্তা মো: আনোয়ার হোসেন প্রমূখ। বক্তরা বলেন, সমাজের সকল শ্রেনীর মানুষকে জাটকা রক্ষায় এগিয়ে আসতে হবে। জাটকা ধরা এবং খাওয়া একটি অপরাধ হিসেবে মেনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ইকোফিস প্রকল্প বিগত ৩ বছর যাবত ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। সরকার অবরোধ কালীন জেলেদের সহযোগীতায় চাল বিতরন করছে। আন্দার মানিক নদীর ৪০ কিলোমিটার জায়গা ২০০৫ সাল থেকে সরকার অভয় আশ্রম ঘোষনা করেছেন। সরকারের পাশাপশি স্থানীয় প্রশাসন এবং সচেতন সমাজের সকলে মিলে আমাদের ইলিশ রক্ষায় এগিয়ে আসতে হবে। এজন্য মা ইলিশ রক্ষায় ২২ দিন, জাটকা রক্ষায় নভেম্বর ২০১৭ থেকে জুন ২০১৮ এই ৮মাস এবং আন্দার মানিক নদীর অভয় আশ্রমে নভেম্বর থেকে জানুয়ারি এই ৩ মাস সরকারের আইন মেনে মাছ ধরেন। সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। ইলিশ আমাদের জাতীয় ,মাছ। আমরা ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে পারলে আগামীতে আমাদের চাহিদা পুরনের পর ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারবো। দেশ মধ্যম আয়ে পৌছানোর জন্য ইলিশ রপ্তানি একটি বড় ভ’মিকা রাখবে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। বিদ্যুৎতের উন্নতি হয়েছে। সরকারের কাজ। কিন্তু আমাদের নদী ও সাগর এবং কৃষি জমির উৎপাদন বৃদ্ধি করা ও রক্ষা করা আমাদেও কাজ। সভাপতি উপস্থিত জেলেদের সরকারের আইন মেনে বৈধ জাল ব্যবহার কওে মাছ ধরার আহবান জানান। সভায় ইউপি সদস্য, কৃষি কর্মকর্তা, সমাজ কল্যান কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুধীজন, জেলে, আড়ৎদাররা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন, কোডেক ইকোফিস এর প্রতিনিধি মো: রফিকুল ইসলাম। ইউএসএআইডির অর্থায়নে ওয়ার্ল্ড ফিস এর ব্যবস্থাপনায় মৎস্য অধিদপ্তরের ইকোফিস প্রকল্পটি মাঠ পর্যায় কোডেক ২০১৫ সাল থেকে বাস্তবায়ন করে আসছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.