অনলাইন ডেস্ক : শেখ হাসিনা (ফাইল ফটো) আগামী ২৪ মে দু’দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীর এ সফর। তিনি ২৫ মে ‘বাংলাদেশ ভবন‘ উদ্বোধন করবেন। ওই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। এসফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসানসোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম হেলাল বলেন, ‘শান্তি নিকেতনে প্রধানমন্ত্রীর সফরের একটি সম্ভাবনার কথা শুনেছি। কিন্তু এটি এখনও চূড়ান্ত হয়নি।’

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.