সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধিঃ বরগুনা আমতলী উপজেলার ইসলামপুর গ্রামে মঙ্গলবার সকালে জমির কাটা ধান লুট নিলেন বিএনপি নেতা লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের আমতলী ও কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আমতলী উপজেলার ইসলামপুর গ্রামের আনেস শাহা ১’শ ৩৩ শতাংশ জমি ৩০ বছর পূর্বে মহেজ ফরাজীর কাছ থেকে কবলা দলিল মূলে ক্রয় করে ভোগদখল করে আসছে। মঙ্গলবার ওই জমির ধান কেটে আনেস সাহা ও তার লোকজন টমটমে করে বাড়ী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা বিএনপির সদস্য লাল মিয়া হাওলাদার ও তার লোকজন টমটম আটকে সকল ধান লুট করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন আনেস সাহার লোকজনকে এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। গুরুতর আহত চম্পা, মুছা সাহা, রাসেল সাহা ও খাদিজাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এবং দুলাল, অলি, জলিল হাওলাদার ও আনোয়ারকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আনেস সাহা জানান, মফেজ ফরাজীর নিকট থেকে ৩০ বছর পূর্বে ১’শ ৩৩ শতাংশ জমি কবলা দলিল মূলে ক্রয় করি। ওই জমি আমি ভোগদখল করে আসছি। এ বছর ধান কেটে বাড়ীতে আনার সময় লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন টমটম আটকে ধান লুট করে নিয়ে গেছে এবং আমার লোকজনকে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
লাল মিয়া হাওলাদার ধান নেয়ার কথা স্বীকার করে জানান, ১৯৮৮ সালে মহেজ ফরাজীর নিকট থেকে জমি ক্রয় করি। গত বছর ওই জমির ধান ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার কাছে জমা রাখি। কিন্তু মোতাহার উদ্দিন মৃধা ওই জমির ধান আত্মসাৎ করেছেন। তিনি আরো বলেন, গত বছর সালিশের নামে প্রহসন করে ইউপি চেয়ারম্যান ওই জমি আনেস সাহাকে চাষাবাদ করতে দেয়।
আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা বলেন, গত বছর সালিশ বৈঠকে আনেস সাহার বৈধ কাগজ দেখে তাকে জমি বুঝিয়ে দিয়েছেন। ওই জমির ধান আনেস সাহা কেটে বাড়ীতে নিয়ে যাওয়ার সময় ভুমি দস্যু বিএনপি নেতা লাল মিয়া হাওলাদার ও তার বাহিনীর লোকজন লুট করে নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ হারুন অর রশিদ বলেন আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।