অনলাইন ডেস্ক : ধর্মঘটের কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ।

হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফিলিং স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় গ্যাস নেওয়া প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করেছে জেলা মোটর মালিক গ্রুপ।

ধর্মঘটের কারণে শনিবার সকাল হতে হবিগঞ্জ থেকে সব জায়গার বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি এলাকায় রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিদিন শতশত সিএনজি অটোরিকশা ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়। তাদের ব্যারিকেডের কারণে সড়কে বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বিষয়টি আরটিসির মিটিংয়ে উত্থাপন করা হলে অটোরিকশা চালকরা যাতে এ ধরনের ব্যারিকেড সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত না মেনে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিয়ে করে গ্যাস নেওয়া অব্যাহত রেখেছে।

তিনি জানান, যতদিন এভাবে রাস্তায় ব্যারিকেড দিয়ে গ্যাস নেওয়া বন্ধ না হবে ততদিন পর্যন্ত হবিগঞ্জ থেকে সব জায়গায় বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোটর মালিক গ্রুপ।