পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরন প্রদান করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী’র উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখা সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরন করে। দুদকের লেখা বিভিন্ন স্লোগান সংবলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক বিধান চন্দ্র সিমলাই সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু, আওয়ামী লীগ নেতা রহমান তালুকদার প্রমূখ। এসময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।