গ্যাস পাইপ লাইনের ছিদ্র থেকে ফ্ল্যাটে আগুন লেগে নারায়ণগঞ্জের ফতুল্লায় একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হক বাজার এলাকায় চারতলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- শ্রীনাথ চন্দ্র বর্মণ (৩৯), তার স্ত্রী অর্চনা (৩৪), মেয়ে অনামিকা (১৪), ছেলে অর্পিত (৯), শ্রীনাথ বর্মণের মা ছায়া রানী (৬০), বোন সুমিত্রা (২৯), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০) এবং বোনের স্বামী জামাতা নারায়ণচন্দ্র (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন : ফরাসি লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে পিএসজি
শ্রীনাথ চন্দ্র বর্মণ জানান, রাতে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলো। ভোরে আলো জ্বালাতেই আগুন ধরে যায়। এ ঘটনায় সবাই দগ্ধ হন। প্রতিবেশী অনাথ চন্দ্রসহ অন্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আনেন।