তাহমিনা আক্তার সোনিয়া, সাব-এডিটর : তৌকির আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়া’ সিনেমায় পলাশ চরিত্রে অভিনয় করেছেন আল-সামাদ আহমেদ রুবেল। এই সিনেমায় নবাগত চিত্রনায়ক সিয়ামের বন্ধু হিসেবে দেখা যাবে রুবেলকে। তৌকির আহমেদের মতো গুণী নির্দেশকের সিনেমাতে কাজ করার সুযোগ পেয়ে তিনি নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, ফাগুন হাওয়াতে তার চরিত্রটি দেখে দর্শক অবশ্যই আনন্দ পাবেন। আরও বলেন, এই সিনেমাতে কাজ করে ক্যামেরার সামনে অভিনয় করার কৌশল জানতে পেরেছেন। এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাতে চান।

রুবেল ২০০৮ সাল থেকে প্রায় দশ বছর ধরে নাট্যজগতের সাথে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর একজন সক্রিয় নাট্যশিল্পী। এছাড়াও বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনা ‘মহাস্থান’ নাটকে কাজ করছেন।

‘ফাগুন হাওয়া’ সিনেমাটি ১৯৪৭ সালে দেশভাগ, ১৯৫২ সালে ছাত্রদের ভাষা আন্দোলন ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ের প্রেক্ষাপট এই সিনেমায় দেখানো হবে। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। খুলনা জেলার পাইকগাছা থানায় সিনেমাটির শুটিংয়ের কাজ পুরোপুরি শেষ হয়েছে। এখন সম্পাদনার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই সিনেমাটি মুক্তি পাবে।
গভীররাতে শুটিং চলাকালীন সময়ে

সিনেমাটিতে সহশিল্পী হিসেবে আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম ও শাহাদাত হোসেনের মতো গুণী অভিনেতাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছেন রুবেল।