নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুরে ১২ কেজি গাঁজাসহ আনোয়ার হোসেন ওরফে দুলাল (২৪), সুমন মিয়া (৩২) ও ময়নুল ইসলাম নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। থানা পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে নাটোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আলমগীর পাশা ৪ জনকে আসামী করে গুরুদাসপুর থানায় মামলা করে ওই তিন আসামীদের হস্তান্তর করে। মঙ্গলবার বেলা দশটার দিকে উপজেলার কাছিকাটা টোল প্লাজায় ঢাকা মেট্রো ন-১৩-৭৯৭০ নম্বরের পিকআপে তল্লাসী চালিয়ে ২ লাখ ৪০ হাজার টাকা মুল্যের ১২ কেজি গাঁজাসহ ওই তিন জনকে আটক করা হয়েছে। অপর আসামী আরিফ (২৫) পালিয়ে যায়। পিকআপটি মহাসড়ক হয়ে বনপাড়া থেকে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী কুরুশ ফেরুশা গ্রামের আফজাল হোসেনের ছেলে দুলাল, রংপুর জেলার সদর থানার আশরতপুর ঈদগাহ পাড়ার আবু বক্কার সিদ্দিকের ছেলে সুমন মিয়া ও মোজাম্মেল হকের ছেলে ময়নুল ইসলাম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.