অনলাইন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থা বিএফডিসির একটি গুরুত্বপূর্ণ সংগঠন। চলচ্চিত্র শিল্পে আজকের দিনে যত কিছু দৃষ্টিনন্দন পরিবেশনা দেখি তার অনেকটা প্রযুক্তির অবদান। কিন্তু এর নেপথ্যে এগুলো পরিচালনার যে কারিগররা থাকেন তাদের অন্যতম হলেন চিত্রগ্রাহক। এখন পর্যন্ত অসংখ্য চিত্রগ্রাহক ঢাকাই চলচ্চিত্রকে ভালো অবস্থানে নিয়ে আসতে ভূমিকা রেখেছেন। গত মঙ্গলবার বিকাল ৫টায় এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট উদ্বোধন করেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা আলমগীর। এ প্রসঙ্গে চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু মানবজমিনকে জানান, বিডিবিসিএসডটনেট নামে আমাদের চিত্রগ্রাহক সংস্থার ওয়েবসাইট উদ্বোধন করা হলো।
এখানে আমাদের সংগঠনের গঠনতন্ত্র, সেবাসমূহ, কমিটি,
গ্যালারীসহ বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। সেই সঙ্গে রাজধানীর ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা চিকিৎসা ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করার সময় আমাদের সদস্যদের ছাড় দেবেন। অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইনসাফ বারাকাহ হাসপাতালের ম্যানেজার হাফিজুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭২ সালে বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থা স্থাপিত হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.