দর্পণ ডেস্ক : ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে রানার্সআপ হয়েছে বাংলাদেশ সংসদীয় দল। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান সংসদীয় দলের কাছে ৯ উইকেটে হেরেছে পলক-দুর্জয়রা।

বাংলাদেশ সংসদীয় দল শুক্রবার লন্ডনের কেন্টে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে পাকিস্তান। এর আগে গ্রুপপর্বে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

উল্লেখ্য, গত বুধবার চলমান বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের মাঠে গড়ায় ইন্টার পার্লামেন্টারি বিশ্বকাপ বা আন্তঃসংসদীয় বিশ্বকাপ। এই বিশ্বকাপে ৮টি দল ২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে।

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামলেও ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের পর্দা এখনও নামেনি। রোববার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। টুর্নামেন্টে অংশ নেয়া অন্য দলের সঙ্গে লর্ডসে বসে ফাইনাল দেখবেন তারা। তাদের সঙ্গে ফাইনাল ম্যাচ উপভোগ করবেন থেরেসা মে।