দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : কলাপাড়া সদর থেকে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দূরত্ব ১৩ কিলোমিটার। প্রতিদিন শত শত যান চলাচল করে এই পথে, ভারী মাঝারি, ছোট সব ধরনের যানের একমাত্র সচল রাস্তা এটিই। দেশী বিদেশী ইঞ্জিনিয়ার গনের যাওয়া আসা এই রাস্তা দিয়েই। যারা আসা যাওয়া করছে ঝুঁকি নিয়ে। একটি জীর্ন কালভার্ট এ লোহার পাত দিয়ে অস্থায়ী সমাধান করা হয়েছে। গোটা রাস্তায় বর্ষায় তৈরি হয়েছে গর্ত। যান চলাচলে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। একমাত্র সরু রাস্তাটিতে আটকে যাচ্ছে ট্রাক। দুর্ঘটনা ঘটেই চলেছে।
২ নং টিয়াখালী ইউনিয়ন চেয়াম্যান শীমু মীরের সাথে ফোনালাপে তিনি জানান, এই রাস্তাটি ক্ষতির বড় কারন অবাদে ট্রলী চলাচল, বেশ কয়েকবার আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদ্বয়ের কাছে অভিযোগ করায়ও কোন ফল হয়নি। আমি ট্রলি গুলো বন্ধ করতে গেলে উলটো চাদাবাজীর অভিযোগ আসে। প্রভাবশালী মহলের ট্রলি গুলো এই সরু রাস্তা দিয়ে চলায় রাস্তার দুই পাশে গর্ত হয়ে গেছে।
আসু পদক্ষেপ নেয়ার কথা জিজ্ঞসে করা হলে তিনি জানান, মাসিক মিটিং এ উল্লেখ করার পরেও আমি কোন আশ্বাস পাইনি।