দর্পণ ডেস্ক : দু’ই দেশের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক ইয়োন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে শনিবার সন্ধ্যায় তিনি ঢাকায় আসেন।
শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে লি নাক ইয়োনকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিকালে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।
চার দেশ সফরের অংশ হিসেবে প্রথমেই ঢাকা এসেছেন লি নাক ইয়োন। তিনি ১৩-২১ জুলাই সময়ে বাংলাদেশ, তাজিকিস্তান, কিরগিজস্তান ও কাতার সফর করবেন।
বার্তা সংস্থা বাসস জানায়, আগামীকাল রবিবার বিকেল ৪টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কোরিয়ার প্রধানমন্ত্রী লি’র মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠক শেষে দুই দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হবে বলে ধারণা করা হচ্ছে।
দুপুরে লি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এফবিসিসিআই ও কেআইটিএ আয়োজিত বাংলাদেশ-কোরিয়া বিজনেস ফোরামে মূল বক্তব্য উপস্থাপন করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী সন্ধ্যায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নৈশভোজে যোগ দেয়ার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করবেন।
সোমবার ঢাকা ত্যাগের পূর্বে প্রধানমন্ত্রী লি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন।