স্বপন বিশ্বাস, শালিখা,মাগুরা.প্রতিনিধিঃ ‘‘পরিকল্পিত ফল চাষ,যোগাবে পুষ্টিসম্মত খাবার” এই স্লোগানকে সামনে রেখে গত সোমবার মাগুরার শালিখায় ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ এর  আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপি এই ফলদ বৃক্ষ মেলা আজ বুধবার সম্পন্ন হয়েছে। সমাপনী  দিন সকাল ১১  টার দিকে উপজেলার আড়পাড়া চিত্রা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন শিক্ষার্থী ও উক্ত সমিতির ৫০জন সদস্যদের মাঝে  মোট ১০০টি হাইব্রিড,আম রুপালী,বারি-৪,পিলিপাইন পেয়ারা,জলপাই সহ বিভিন্ন ধরনের ফলদ চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চিত্রা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি  মোঃ কাতেমুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গাছের চারা বিতণ করেন  উপজেলা সমবায় অফিসার বাবু পংকজ কুমার মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংকের শালিখা উপজেলা আড়পাড়া শাখা ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।