অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যারিয়ারের শুরুতেই তাক লাগিয়েছিলেন তিনি। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গান দিয়ে সারা বাংলা ভাষাভাষী শ্রোতাদের ভাসিয়েছিলেন অন্যরকম জোয়ারে। সেই থেকে পথ চলা শুরু। এরপর আরও অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। চলতি সময়েও আসিফ ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন।
প্রায় প্রতিদিনই নতুন গানের অডিওতে কণ্ঠ দিচ্ছেন অথবা ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘অডিও যুবরাজ’ খ্যাত এ সংগীতশিল্পীর দিনকাল কেমন কাটছে? উত্তরে আসিফ আকবর বলেন, খুব ভালো আছি। সময়টা চলে যাচ্ছেন নতুন গানের কাজে। তাছাড়া শুটিংয়ে অংশ নিতে হচ্ছে মিউজিক ভিডিওর। নতুন গানের কাজ সম্পর্কে বলুন। আসিফ বলেন, বিরামহীন কাজ চলছে। প্রায় প্রতিদিনই নতুন কোনো না কোনো গানে কণ্ঠ দিচ্ছি। এগুলো আমার কোম্পানি আর্ব এন্টারটেইনমেন্টের জন্য করছি। এর বাইরেও অন্য কোম্পানির জন্যও অনেক গান করছি। এরই মধ্যে একটি নতুন গান করেছি। গানের শিরোনাম ‘কসম’। এগুলো প্লাবন কোরেশীর সুরে এর সংগীত করেছেন জাহিদ বাশার পঙ্কজ। আর ভিডিও পরিচালনা করেছে সৌমিত্র ঘোষ ইমন। আর এখানে আমার সঙ্গে মডেল হয়েছে জান্নাতুল ফেরদৌস এভ্রিল। সেভেন টিউন এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি আসবে। এর বাইরে কর্ণিয়ার সঙ্গে আরও দুটি দ্বৈত গানের কাজ পাইপলাইনে রয়েছে। দিনাত জাহান মুন্নীর সঙ্গে একটি গানের ভিডিও আসবে সামনে। আর আমার অনেকগুলো একক গানও আসবে বিভিন্ন কোম্পানির ব্যানারে। ঈদে বেশ কিছু বড় চমক থাকবে। চলতি বছর বেশ কিছু গান প্রকাশ করেছেন। সাড়া কেমন মিলেছে? আসিফ বলেন, অসাধারণ সাড়া পেয়েছি। বছরের শুরুতে ‘ফু’ গানটি থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। এর বাইরে অন্য যে গানগুলো করেছি সেগুলো থেকেও সাড়া অনেক। এর বাইরে আঁখি আলমগীরের সঙ্গে করা আমার গান ‘টিপ টিপ বৃষ্টি’ গানটির সাড়াও অন্যরকম। সব মিলিয়ে শ্রোতারা খুব ভালোভাবে গ্রহণ করছেন গানগুলো। শ্রোতাদের ভালোবাসাই আমার বড় শক্তি। আমি বিশ্বাস করি ভালো মানের গান হলে সেটা শ্রোতারা গ্রহণ করে। অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন মনে হচ্ছে আপনার কাছে? আসিফ আকবর বলেন, অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন ভালো। কেবল ভালো মানের গানগুলো শ্রোতারা গ্রহণ করছেন। ভালো অবস্থা না হলে কোম্পানিগুলো এত বিগ বাজেটের অডিও-ভিডিও করতো প্রকাশ করতো না। আর যারা যারা গলা শুকানোর তারা শুকাবেই। এটা নতুন কিছু নয়। আর একটি কথা বলতে চাই। সেটা কি? আসিফ বলেন, আমাদের অনেক ভালো শিল্পী রয়েছেন। তবে কাজের শিল্পীর চাইতে আমাদের বক্তব্য প্রিয় শিল্পীই বেশি। আর সমস্যাটা এখানেই। আমরা সবাই যদি মনোযোগ দিয়ে নিজেদের কাজটা করে যেতাম তাহলে সমস্যা হতো না। তবে আমি আশাবাদী যে অডিও ইন্ডাস্ট্রি সামনে ভালোর দিকে যাবে। চলচ্চিত্রের গানের কি অবস্থা? নতুন গান কি করছেন? আসিফ উত্তরে বলেন, কাজ করে যাচ্ছি। যারা আমার শর্ত মেনে কাজ করতে ইচ্ছুক তাদের কাজ করছি। কিন্তু গত কয়েক বছর ধরেই আমাদের সিনেমা অনেকটাই ভারতীয় শিল্পী, গীতিকার ও সংগীত পরিচালকনির্ভর হয়ে গেছে। দু-একটি প্রতিষ্ঠান ভারতীয় শিল্পীদের দিয়ে গান করাচ্ছে। কিন্তু সফলতা নেই। কারণ শ্রোতারা গ্রহণ করছে না ভারতীয় শিল্পীদের গান। অনেক গানে কলকাতার কিছু শব্দ জুড়ে দেয়া হচ্ছে, যেটা অমাদের দেশের প্রেক্ষাপটে মানানসই নয়। কিন্তু জোর করে সেসব শব্দ জুড়ে দেয়া হচ্ছে। যার ফলে গানগুলো মুখ থুবড়ে পড়ছে। আমি মনে করি দেশীয় শিল্পীদের গানই শ্রোতারা পছন্দ করছেন। পাশাপাশি দেশীয় ঢংয়ের গানই এদেশে চলবে। এটা পরীক্ষিত।