রোনালদো-সুয়ারেজকে পেছনে ফেলে অনন্য রেকর্ড সালাহর

অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ৩৮ ম্যাচে রেকর্ড ৩২ গোল করে তিনি লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন।

রবিবার এ্যানফিল্ডে সালাহ মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে এ্যালান শিয়েরার (ব্ল্যাকবার্নের হয়ে ১৯৫৫-৫৬), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮) ও লুইস সুয়ারেজের (লিভারপুলের হয়ে ২০১৩-১৪) গোলের রেকর্ডকে ছাড়িয়ে যাবার লক্ষ্যে মাঠে নেমেছিলেন। তাতে তিনি সফলও হয়েছেন। ম্যাচের ২৬ মিনিটে গোল করে এই মিশরীয় ফরোয়ার্ড লিগে নতুন এই রেকর্ড সৃষ্টি করেন।

এর আগে গতকাল তিনি প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। এই মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে সালাহ করেছেন ৪৪ গোল।

 

অনলাইন ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে গোলের নতুন রেকর্ড গড়েছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ। ৩৮ ম্যাচে রেকর্ড ৩২ গোল করে তিনি লিগে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েন।

রবিবার এ্যানফিল্ডে সালাহ মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনের বিপক্ষে এ্যালান শিয়েরার (ব্ল্যাকবার্নের হয়ে ১৯৫৫-৫৬), ক্রিস্টিয়ানো রোনাল্ডো (ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০০৭-০৮) ও লুইস সুয়ারেজের (লিভারপুলের হয়ে ২০১৩-১৪) গোলের রেকর্ডকে ছাড়িয়ে যাবার লক্ষ্যে মাঠে নেমেছিলেন। তাতে তিনি সফলও হয়েছেন। ম্যাচের ২৬ মিনিটে গোল করে এই মিশরীয় ফরোয়ার্ড লিগে নতুন এই রেকর্ড সৃষ্টি করেন।

এর আগে গতকাল তিনি প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। এই মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে সালাহ করেছেন ৪৪ গোল।