দর্পণ ডেস্ক : অভিনেত্রী জাহ্নভি কাপুর গত বছর ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন। বর্তমানে তার ঝুলিতে রয়েছে বেশ কিছু সিনেমা।
কার্গিল গার্ল সিনেমার শুটিং শেষ করেছেন জাহ্নভি। কার্তিক আরিয়ানের সঙ্গে দোস্তানা-টু সিনেমার শুটিং শুরু করছেন। এছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে রুহি আফজা এবং করন জোহরের তখত সিনেমায় দেখা যাবে তাকে। শোনা যাচ্ছে, বরুণ ধাওয়ানের বিপরীতে মি. লেলে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শ্রীদেবী কন্যা।
শুরুতে শোনা গিয়েছিল মি. লেলে সিনেমায় অভিনয় করবেন কিয়ারা আদভানি। কিন্তু শিডিউল নিয়ে সমস্যা হওয়াতে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। এরপরই তার পরিবর্তে জাহ্নভিকে নিয়েছেন নির্মাতারা। পিংকভিলা ডটকম এই তথ্য জানিয়েছে।