দর্পণ ডেস্ক : রবিবার দুপুরে যখন ওয়েস্ট ফ্রিওয়ে চার্চের প্রার্থনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিলো; ঠিক সেই সময় হামলা চালায় বন্দুকধারী। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রার্থনা চলার সময় নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে কাছের এক ব্যক্তির সঙ্গে কথা বলে বন্দুকধারী। ওই ব্যক্তি তাকে অপর একজনের দিকে ইঙ্গিত করে। তখন দ্বিতীয় ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোড়ে বন্দুকধারী। পরে প্রথম ব্যক্তিকেও গুলি করা হয়।

পরে প্রার্থনাস্থলে উপস্থিত এক নিরাপত্তাকর্মী গুলি চালালে বন্দুকধারী মাটিতে লুটিয়ে পড়ে। অন্য কয়েকজন প্রার্থনাকারীও বন্দুক নিয়ে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়ে।

গুলিবিদ্ধ দুই প্রার্থনাকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানিয়েছে পুলিশ।

চার্চের মিনিস্টার জ্যাক কামিনস নিউইয়র্ক টাইমসকে বলেছেন, বন্দুকধারী সন্দেহজনক আচরণ করায় চার্চের নিরাপত্তা কর্মীদের মনোযোগ সেদিকে চলে যায়। পরে লাইসেন্সধারী বন্দুক থাকা স্বেচ্ছাসেবকদের দিয়ে গঠিত নিরাপত্তা কর্মীরা তাকে চ্যালেঞ্জ করে বহু মানুষের জীবন বাঁচিয়েছে। নয়তো আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারত।

চলতি বছর টেক্সাসেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনাগুলো ঘটেছে। সবশেষ গত আগস্টে এল পাসোর শপিংমলে বন্দুকধারীর হামলায় অন্তত ২২ জন নিহত হন।