স্টাফ রিপোর্টার:
দর্পণ প্রতিদিন পত্রিকায় মুসলিম মৌলবাদবিরোধী সংবাদ প্রকাশ করায় পত্রিকাটির সম্পাদকের স্ত্রী ও কন্যাকে হত্যার হুমকি দিয়েছে মুসলিম মৌলবাদী সন্ত্রাসীগোষ্ঠী। গত ১৯ জানুয়ারি (রোববার) রাজধানীর লক্ষ্মীবাজারের সেন্ট ফ্রান্সিস স্কুল অ্যান্ড কলেজ থেকে মেয়েকে নিয়ে গেন্ডারিয়ার বাসায় ফিরছিলেন দর্পণ প্রতিদিন পত্রিকার সম্পাদকের স্ত্রী মোছাঃ সাথী খাতুন। স্কুল থেকে কয়েক গজ এগোতেই শহীদ সোহরাওয়ার্দী কলেজের কাছাকাছি পৌঁছামাত্র অজ্ঞাতনামা ৩-৪ জন জোব্বাধারী ব্যক্তি তাদের পথ আগলে দাঁড়ায় এবং বলেÑ ‘তোর স্বামীকে বলিস, হুজুরদের বিরুদ্ধে লেখালেখি বন্ধ করতে। তা না হলে বড় ধরনের ক্ষতি হবে।’ এ সময় তাদের প্রাণনাশেরও হুমকি দেয়া হয়েছে। সন্ত্রাসীদের পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি এবং মাথায় টুপি।
দর্পণ প্রতিদিনে মুসলিম মৌলবাদ ও ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে রিপোর্ট করায় সম্পাদকের স্ত্রী ও কন্যাকে এ হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। তাদের অপতৎপরতায় নিরাপত্তাহীনতায় আছে পরিবারটি। এ ব্যাপারে মোছাঃ সাথী খাতুন নিজের, স্বামী মোাঃ সাজেদুর রহমান চৌধুরী ও কন্যা মানসুরা ইয়াসমিন চৌধুরীর জীবনের নিরাপত্তা চেয়ে সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং : ৮৯৮, তারিখ : ১৯-০১-২০২০ ইং) করেছেন।