দর্পণ ডেস্ক : সৈকত নাসির ‘দেশা দ্য লিডার’খ্যাত নির্মাতা । তার নতুন চলচ্চিত্র ‘ক্যাসিনো’। এতে নায়িকা শবনম বুবলিকে প্রথমবারের মতো শাকিব খানের বৃত্তের বাইরে এসে কাজ করতে দেখা গেছে। বুবলির পরে এবার নায়িকা ইয়ামিন হক ববিকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করলেন এই নির্মাতা।

‘আকবর : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সৈকত নাসিরের আপকামিং প্রজেক্ট। এই সিনেমায় ইমন-ববি জুটি বেঁধেছেন। সিনেমার প্রথম লটের কাজ করে অভিনেতা মামনুন হাসান ইমন বলেন, ‘দারুণ একটা কাজ হচ্ছে! সৈকত নাসির দক্ষ নির্মাতা। আমি তার কাজ ও এক্সপেরিমেন্ট দেখে অবাক হয়ে গেছি! এখনো ফার্স্ট লুক প্রকাশ হয়নি। ফার্স্ট লুকেই আমার কথার সত্যতা প্রমাণ হবে। সৈকত নাসির এই সিনেমায় যা করেছেন তা অনন্য। এজন্য তিনি অনেক স্টাডি করেছেন। পরীক্ষা করে দেখেছেন। তারপর শুটিং শুরু হয়েছে।’