বসুনিয়ার মৃত্যুবার্ষিকীতে খোরশেদ আলম সুজনের শ্রদ্ধা

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ রাউফুন বসুনিয়ার ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে তার আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল সংলগ্ন বসুনিয়া তোরণ এ রাউফুন বসুনিয়ার আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সুজন রাউফুন বসুনিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন