পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মানব উসেইন বোল্টকে পেছনে ফেললেন এক যুবক। বোল্টের ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে সবাইকে চমকে দিয়েছেন ভারতের কর্ণাটকের শ্রীনিবাসা গৌড়া। ৯.৫৫ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেছেন তিনি। খবর টাইমস নাউ নিউজ’র।
খবরে বলা হয়, কর্নাটকের উপকূলবর্তী এলাকায় একটি গ্রামে বাফালো রেসে ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫০ মিটার দৌড় অতিক্রম করেন ২৮ বছরের শ্রীনিবাসা গৌড়া। অর্থাৎ ১০০ মিটার দৌড়াতে তিনি সময় নেন ৯.৫৫ সেকেন্ড।
তবে নিজের এই সাফল্যের জন্য নিজের পালিত দুই মোষকেই কৃতিত্ব দিচ্ছেন শ্রীনিবাসা গৌড়া। কারণ কাদামাটিতে দ্রুতগতিতে দৌড়ানো সত্যিই বেশ কঠিন।
বিডি প্রতিদিন/হিমেল