সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, গোলাপের ঘ্রাণ ভালো ঘুম এবং মনসংযোগ বাড়াতে সাহায্য করে। বিজ্ঞান পত্রিকা ‘নেচার্স’ গোষ্ঠীর ‘ওপেন অ্যাকসেস’ পত্রিকায় ওই সমীক্ষা রিপোর্টটি প্রকাশিত হয়েছিল।    

এ গবেষণায় তারা ষষ্ঠ শ্রেণির ৫৪ জন ছাত্রছাত্রীর উপর দুটি ভাগে সমীক্ষা চালিয়েছিলেন। সেখানে গবেষকরা দেখেছেন, যে বিভাগের ছাত্রছাত্রীরা গোলাপ হাতে নিয়ে ক্লাস করেছে তারা অন্যদের তুলনায় প্রায় ৩০ শতাংশ পড়া মনে রাখতে পেরেছে। 

এছাড়াও একদল ঘুমন্ত মানুষের পাশে সারা রাত গোলাপ ফুল রেখে দেখেছেন, যাদের পাশে গোলাপ ফুল ছিল তারা নিশ্চিন্তে ঘুমিয়েছেন। আর যাদের পাশে গোলাপ রাখা হয়নি তাদের নানা সময়, নানা কারণে ঘুমে ব্যাঘাত ঘটেছে।  

তাই ভালোবাসা দিবসে পাওয়া গোলাপ ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। গোলাপ শুধু ভালোবাসার প্রতীকই নয়। এটি আপনার ভালো ঘুম আর মনসংযোগের এক গোপন রহস্য।