সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেলো বীমা প্রতিষ্ঠান গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের ৩৪তম বার্ষিক ব্যবসায় সম্মেলন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের নবনির্বাচিত চেয়ারম্যান ও প্রধান অতিথি আবদুল হাফিজ চৌধুরী।
সম্মেলনে সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক অবস্থান সম্পর্কে আলোকপাত করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা এমডি এবং উপদেষ্টা নাসির এ চৌধুরী।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র কনসালট্যান্ট এ. এস. এ. মুইজ, কনসালট্যান্ট এ.কে.এম. ইফতেখার আহমদ, এবং এএমডি ও কোম্পানির সেক্রেটারি, সৈয়দ মইনুদ্দিন আহমেদ।
এছাড়া, গ্রীন ডেল্টার পরিচালনা কমিটির সদস্য, জোনাল প্রধান, শাখা ব্যবস্থাপক এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোও সম্মেলনে অংশ নিয়েছিল।
বিডি-প্রতিদিন/শফিক