ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে হু’র প্রধান তেদরোস আদহানম জানান, নতুন এ ভাইরাস এখন থেকে COVID-19 নামে পরিচিত হবে।

তিনি বলেন, ভাইরাসটির নামের CO দিয়ে করোনা, VI দিয়ে ভাইরাস, D দিয়ে ডিজিজ (রোগ) এবং 19 দিয়ে ২০১৯ সালকে নির্দেশ করা হয়েছে।

নভেল করোনা ভাইরাস নিউমোনিয়ায় এখন পর্যন্ত চীনে এক হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪২ হাজারের বেশি। চীনের বাইরে আরো ২৭টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চারশ’র বেশি মানুষ।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এবি