অভিনেতা নাঈমে মুগ্ধ জেসিয়া!

বিশ্ব ভালোবাসা দিবসে চ্যানেল আইয়ে প্রচারিত হয় নাটক ‘বর্ণ পরিচয়’। এরপরই ইউটিউবে মুক্তি পায় নাটকটি।

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে নির্মিত এই নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন এফএস নাঈম ও জেসিয়া ইসলাম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তুহিন হোসেন।

নাঈমের বিপরীতে প্রথমবার অভিনয় করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন জেসিয়া। জেসিয়া বলেন, প্রথমবারের মতো নাঈম ভাইয়ের বিপরীতে কাজ করলাম। শুটিংয়ের সময় তিনি বেশ সহযোগিতা করেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন