কিন্তু সেদিনে তাদের সাজানোর দায়িত্ব পড়লো কলকাতার ডিজাইনার শর্বরী দত্তের উপর। ভারতীয় গণমাধ্যমতে ডিজাইনার বলেন, সৃজিত-মিথিলা দু’জনেই এসেছিল ‘শূন্য’তে। ওদের পছন্দের রং লাল। শুনলাম মিথিলা লাল পরছে। সেটা মাথায় রেখেই সৃজিতের পোশাকের জন্য লাল রং বেছে নিয়েছি। পোশাকে থাকবে ঘন সুতোর কাজ।

মিথিলার সাজের প্রসঙ্গে ডিজাইনার বলেন, তাকে একটা ওড়না দিচ্ছি। আর শাড়িটা সে নিজের পছন্দেই পরবে। 

পোশাকের মতো নিমন্ত্রণপত্রেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেখানে ঘুরেফিরে এসেছে সৃজিতের সিনেমার অনুষঙ্গ। ‘কাকাবাবু’ সিরিজে আবার হাত দিচ্ছেন সৃজিত। এ বার অভিযান জঙ্গলে। রিসেপশনের পোশাকেও থাকবে সেই সঙ্কেত।