ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি

শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, যেভাবে বাংলা ভাষার চর্চার ক্ষেত্রে মিশ্রণ দেখা দিয়েছে, তাতে মনে হচ্ছে, এখনই সময় ব্যবস্থা নেয়ার। তাই দায়িত্ব নেয়ার পরই সর্বত্র যেন বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা যায়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে মেয়র সাঈদ খোকন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।