চট্টগ্রাম: যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ‘অফিশিয়াল তায়াকোয়ানডো হল অব ফেম’র সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ তায়াকোয়ানডো দলের ম্যানেজার সুমন দে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘অফিশিয়াল তায়াকোয়ানডো হল অব ফেম’র প্রেসিডেন্ট জেরার্ড রবিন্স। বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।
সুমন দে ক্রীড়া ক্ষেত্রে সাফল্য ও তায়াকোয়ানডো খেলার প্রসারে অবদান রাখায় যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে একাধিকবার সংবর্ধিত হয়েছেন। এ ছাড়াও বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে নতুনত্ব আনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলার প্রসারে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএম/টিসি