ফাইল ছবি

শনিবার চেম্বার ভবনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শেখ ফজলে ফাহিম এসব কথা বলেন।

তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের ঋণপত্র (এলসি) খোলা আছে, কিন্তু শিপমেন্ট হচ্ছে না বা শিপমেন্টে সময় লাগছে, তাদের অন্য কোনো উৎস থেকে আমদানির সুযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যাংককে ওই প্রতিষ্ঠানকে এলসি লিমিটের বাইরে গিয়ে স্বল্পমেয়াদি ঋণ দেয়ার অনুরোধ জানাচ্ছি।

সবার সহযোগিতায় এ অচলাবস্থা শিগগিরই কেটে যাবে বলে আশা প্রকাশ করেন এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, আগামী  ২৪ ফেব্রুয়ারি থেকে চীনের রফতানি বাণিজ্য স্বাভাবিক হতে শুরু করবে বলে দেশটির ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।

এ সময় শেখ ফজলে ফাহিম বন্দরগুলোয় যেনো কোনো চীনা পণ্য আটকে দেয়া বা খালাসে দীর্ঘসূত্রতা তৈরি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনসহ পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।