ঢাকা: বনের পণ্ডিত মশাই, মহাশয়ের মাথায় এত বুদ্ধি- তাকে খুঁজে বের করা কী সহজ কথা? শেয়ালকে খুঁজে বের করতে হলে হওয়া দরকার তার চেয়ে আরও বেশি বুদ্ধিমান! ইল্যুশন সব সময়ই মেধাবীদের জন্য।
এক্সপার্টরা বলছেন, আটজনের মধ্যে মাত্র একজন পারে এই ‘ট্রিকি অপটিক্যাল ইল্যুশন’র সমাধান খুঁজে বের করতে।
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রসিকতা করে তারা বলেন, পারলে হাঁসগুলোকে খেয়ে ফেলার আগেই শেয়ালটিকে খুঁজে দেখান।
একটি জনপ্রিয় সাইটে আপলোড হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ চ্যালেঞ্জ নিয়েছেন। আপনি নিচ্ছেন কী?
একবার সন্ধান পেলে আপনি অবাক হয়ে যাবেন কিভাবে উত্তরটা হাতছাড়া হয়ে যাচ্ছিলো। শেয়াল মহাশয় হাঁস শিকার করতে যে গাছের ওপর উঠবেন- তা কে জানবে!
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এটি