দর্পণ ডেস্ক : টেস্টে তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট কিংবদন্তিদের কাতারে নাম লেখালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান মিরপুর টেস্টে ২০২ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

মুশফিকের আগে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করেছিলেন সনথ জয়সুরিয়া, স্টিফেন ফ্লেমিং, ভিভ রিচার্ডস, জাস্টিন ল্যাঙ্গার, গ্যারি কারেস্টন, ক্রিস গেইল ও কেভিন পিটারসেনের মতো সাবেক কিংবদন্তিদের। এছাড়া তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে হালের স্টিভেন স্মিথ, জো রুট, চেতশ্বর পুজারা ও আজহার আলীদেরও।

এর আগে, ২০১৮ সালে মিরপুর টেস্টে এই জিম্বাবুয়ের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ২১৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। আর ২০১৩ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ডাবল সেঞ্চুরি করেছিলেন।