লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে জাতীয় নির্বাচনে নারীদের অংশ গ্রহন নিয়ে স্থানীয় নারী নেতৃত্বের সাথে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে । রোববার ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইউএসএইড এবং ইউকেএইড এর অর্থায়নে এই কর্মসূচির আয়োজন করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন, নারী প্রার্থীদের প্রতিবন্ধকতা এবং মূল ধারায় নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি করণে সমস্যা ও করণীয় বিষয়ে বিষদ আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক কর্মকর্তা আফসানা বেবী। অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রতœা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শামিমা সুলতানা শিল্পী, নাটোর শহর শাখার সভাপতি মাহিমা খাতুন ও বেসরকারী উন্নয়ন সংস্থা আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা। নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে দিনব্যাপী এই সংলাপে নাটোরের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং এনজিও এর পক্ষ থেকে শতাধিক নারী নেত্রী অংশ নেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.