আরেকটি মহাকাব্যিক লড়াই দেখার আশায় টেনিস বিশ্ব। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারকে পেয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকেভিচ।
কোয়ার্টার ফাইনালে কানাডিয়ান তারকা ৩২তম বাছাই মাইলোস রায়োনিচকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছেন জোকোভিচ। সার্বিয়ান তারকা তৃতীয় সেটের সময় চোখে সমস্যা অনুভব করেন। তবে তাতেও তার জয় আটকায়নি। চোখে ড্রপ ব্যবহার করে ৬-৪, ৬-৩ ৭-৬ (৭-১) গেমে রায়োনিচকে হারান দ্বিতীয় বাছাই জোকোভিচ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেলবোর্ন পার্কে ৩২ বছর বয়সী তারকা ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন সুইস তারকা ফেদেরারের।
২০১৬ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে দুই টেনিস তারকার এবারই সেমিতে প্রথম সাক্ষাৎ হতে যাচ্ছে। সেবারও ৩৮ বছর বয়সী ফেদেরারকে হারিয়ে ফাইনালে ওঠেছিলেন জোকোভিচ।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি