নিজস্ব প্রতিবেদন : জুরাসিক পার্ক থেকে মিউনিখ কিংবা দ্য কালার পার্পল, একের পর এক ব্লক বাস্টার রয়েছে তাঁর ঝুলিতে। বুঝতেই পারছেন হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের কথাই বলা হচ্ছে। এবার সেই স্পিলবার্গের মেয়ে ম্যাকেলা যেন বিস্ফোরণ ঘটালেন প্রকাশ্যে। সংবাদমাধ্যমের সামনে নিজেকে ‘পর্নস্টার’ বলে দাবি করেন স্পিলবার্গ-কন্যা।
রিপোর্টে প্রকাশ, হলিউডের জনপ্রিয় পরিচালক স্পিলবার্গের বছর ২৩-এর মেয়ে ম্যাকেলা ইতিমধ্যেই নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন। ওই প্রযোজনা সংস্থা থেকে বেশ কিছু অ্যাডাল্ট ভিডিয়োও তিনি প্রকাশ করেছেন।
প্রবাদপ্রতীম একজন পরিচালকের সন্তান হয়ে তিনি কীভাবে অ্যাডাল্ট ছবির জগতকে বেছে নিলেন? এই প্রশ্নের উত্তরে ম্যাকেলা জানান, পর্ন ছবির জন্য বর্তমানে যে কসরত করছেন, তা ভবিষ্যতে আর্থিকভাবে স্বাচ্ছন্দ দেবে তাঁকে। শুধু তাই নয়, তাঁর বাবা স্টিভেন স্পিলবার্গ এবং মায়ের সঙ্গেও তিনি বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বাবা কখনওই তাঁর কাজে বাঁধা দেননি উলটে সব সময় উতসাহই দিয়েছেন বলেও জানান ম্যাকেলা।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.