শেরপুরে বাসচাপায় ২ জনের মৃত্যু

শেরপুরে পিকনিকের বাসের চাপায় ভ্যানের চালকসহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শেরপুর-জামালপুর সড়কের কুসুমহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা ঘাতক বাসে (ঢাকা মেট্রো ব-১৫-৩০১৫) আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন- ভ্যান চালক আব্দুল হালিম (৪৫), ভ্যানযাত্রী আবুল কাশেম (৪০)। তাদের বাড়ি শেরপুর সদরের ছয়ঘড়িপাড়া এলাকায়। 

শেরপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আবুল বাশার জানিয়েছেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।  

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/মজুমদার