বিকিনি পরে সুইমিং পুলের পাশে, ছবি শেয়ার করলেন লাস্যময়ী ঋতুপর্ণা

 নিজস্ব প্রতিবেদন:  সুইমিং পুলের পাশে বসে রয়েছেন তিনি। পরনে নীল রঙের বিকিনি এবং স্রাগ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা সেই ছবি শেয়ার করতেই শুরু হয়ে যায় জোর শোরগোল। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে!
দেখুন তাহলে ছবি…

 

 

সম্প্রতি নিজের (Instagram)ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিকিনি পরা ছবি শেয়ার করেন (Rituparna Sengupta) ঋতুপর্ণা সেনগুপ্ত। টলিউডের প্রথম সারির অভিনেত্রীর বিকিনি পরা ছবি সামনে আসার পর থেকেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাঁর ভক্তরা। ঋতুপর্ণার ওই ছবি দেখে, কেউ বলতে শুরু করেন, তিনি এখনও ‘হট’। আবার কেউ বলতে শুরু করেন, এই বয়সে এখনও কীভাবে এত মোহময়ী  রয়েছেন! 

আরও পড়ুন : লাল বেনারসির সঙ্গে ভারী গয়নার সাজ, নতুন করে বিয়ের সাজে কণীনিকা
যদিও ঋতুপর্ণার ওই ছবি দেখে অনেকে সমালোচনাও শুরু করে দেন। তবে প্রশংসা বা সমালোচনা কোনও কিছুকেই বিশেষভাবে গায়ে মাখতে রাজি হননি ঋতুপর্ণা।
 এদিকে সম্প্রতি মুক্তি পায় ঋতুপর্ণার নতুন ছবি বিদ্রোহিনী। এই সিনেমায় জিতু কমলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি।