চট্টগ্রাম: ভোরের কাগজ চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সমরেশ বৈদ্য’র মাতা তৃপ্তি বৈদ্য পরলোকগমন করেছেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নন্দনকাননের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পারিবারিকভাবে জানানো হয়েছে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে নগরের বলুয়ার দীঘির পাড়ে অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
সাংবাদিক সমরেশ বৈদ্যের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দ। প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী এবং সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াত তৃপ্তি বৈদ্যের আত্মার সদগতি কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এআর/এসি/টিসি