অনলাইন ডেস্ক : জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, যারা পবিত্র রজমান মাসে ৩০টি রোজা রাখতে সক্ষম হবেন আল্লাহ তায়ালা তাদের সব গুনাহ মাফ করে দেবেন। আমাদের এত বড় সুযোগ হারানো উচিত নয়। আমরা সবাই একত্রিত হয়েছি ইফতার করার উদ্দেশ্যে। আজকে ৩২ বছর পর শিক্ষকদের সাথে একত্রে এখানে ইফতার করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। যা এক দিকে সুখের, অন্য দিকে দুঃখেরও। আমার মনের অজান্তে ভুলে এত দিন বসা হয়নি।
মন্ত্রী গতকাল সোমবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, দীর্ঘদিন পর একত্রে বসতে পারার এ সুযোগ পেয়ে আমি ধন্য হয়েছি। তিনি বলেন, ঈমানের সাথে বিশ্বাস করি- আল্লাহর হুকুমেই সব কিছু চলে। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিভাজনের কারণে অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার মান বৃদ্ধি ঘটে না। স্থানীয় নেতৃত্বের এ ক্ষেত্রে বিশেষ দায়িত্ব রয়েছে। কেন্দ্রের প্রতি তাকিয়ে থাকলে হবে না। বিদ্যালয় ভবনের মেরামত রক্ষণাবেক্ষণ কেন্দ্র করে দেবে এই মনোভাব ত্যাগ করতে হবে। আমরা প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য এই অঞ্চলে যথা সম্ভব কাজ করেছি এবং যার সুফল পাওয়া গেছে।
মন্ত্রী বলেন, ভাণ্ডারিয়ার উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেক বেশি দক্ষ। তারা সব সময় মানুষের সাথে মেলামেশা করেন এবং মানুষের খোঁজ-খবর নেন। যা আমার পক্ষে সম্ভব হয়ে উঠে না। আমি যা করেছি আগামীতে এখানকার স্থানীয় জনপ্রতিনিধিরা তার চেয়ে বেশি করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি এবং এর জন্য দোয়াও করি। ভাণ্ডারিয়ার উপর মুরব্বিদের দোয়া রয়েছে।
ভাণ্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় পার্টি-জেপি’র উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক মনি জোমাদ্দার, জেপি’র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী, আওয়ামী লীগের উপজেলা সভাপতি ফায়জুর রশীদ খসরু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, জেপি’র সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, জেপি নেতা ইউসুফ আলী আকন প্রমুখ নেতৃবৃন্দ। আরো অংশ নেন- উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্বুদ্দিন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক আব্দুল আলিম হাওলাদার, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক রেজাউল আহসান রাজু, শিক্ষক নেতা নাসির উদ্দিন বাবুল, বেলায়েত হোসেন, আব্দুস কুদ্দুস, শহীদুল ইসলাম প্রমুখ।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসাইন। ভাণ্ডারিয়া উপজেলার ১৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ইফতার মাহফিলে শরিক হন।