চট্টগ্রাম: ১৪২৬ বঙ্গাব্দ। পহেলা ফাল্গুনে শীতের বিদায় বসন্তের আগমন। বসন্তের প্রথম দিনে আবার বিশ্ব ভালোবাসা দিবস। তাই আনন্দটাও অন্য যেকোন দিনের চেয়ে বেশি। এ দিনে রঙ্গিন সাজে সেজেছে সকল শ্রেণী পেশার মানুষ।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে চট্টগ্রামের সিআরবি শিরীষতলা মুক্তমঞ্চ আয়োজন করা হয় প্রমা বসন্ত উৎসব।
প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজিত এ উৎসবে অংশ নিয়েছেন চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট শিল্পী ও ছোট বড় সকলে। দুই পর্বের এ আয়োজন সকাল ৮টায় বরেণ্য নৃত্য শিল্পী প্রমা অবন্তীর নৃত্যের মধ্য দিয়ে শুরু হয়। এরপর দি ভায়োলিনিস্ট চিটাগংয়ের যন্ত্রসঙ্গীত, রক্তকরবীর সম্মেলক সঙ্গীত পরিবেশন করা হয়।
সকাল ৯টায় প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যাপক ড. মাহবুবুল হক। বিশেষ অতিথি রাজনীতিক ও সাংস্কৃতিক সংগঠক মফিজুর রহমান, প্রমা আবৃত্তি সংগঠনের সহ-সভাপতি কংকন দাশ উপস্থিত ছিলেন।
উৎসবে অংশ নেওয়া সাংস্কৃতিক সংগঠন ও শিল্পীদের পরিবেশনা
অনুষ্ঠানের ১ম পর্বে ওডিসি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টারের দলীয় নৃত্য, সঙ্গীত ভবনের সম্মেলক সঙ্গীত, ঘুঙ্গুর নৃত্যকলা কেন্দ্রের দলীয় নৃত্য, প্রমা আবৃত্তি সংগঠনের বৃন্দ আবৃত্তি, করবী দাশের একক সঙ্গীত, উদয় শংকর দাশের আবৃত্তি, লাকী গুপ্তার একক সঙ্গীত, উপলব্ধির বৃন্দ আবৃত্তি, প্রীতিলতা সাংস্কৃতিক অঙ্গনের দলীয় নৃত্য, ইকবাল পিন্টু, দিদার, শাহরিয়ার খালেদের একক সঙ্গীত।
অনুষ্ঠানের ২য় পর্বে প্রমা আবৃত্তি সংগঠন শিশু বিভাগের বৃন্দ আবৃত্তি, আমন্ত্রিত আবৃত্তি শিল্পীদের একক আবৃত্তি, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী’র দলীয় নৃত্য, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, গুরুকূলের দলীয় নৃত্য, অভ্যূদয়ের সম্মেলক সঙ্গীত, স্কুল অব অরিয়েন্টাল ডান্সের দলীয় নৃত্য, প্রমা আবৃত্তি সংগঠনের বৃন্দ আবৃত্তি, নটরাজ নৃত্য একাডেমির দলীয় নৃত্য।
এছাড়া ছিল লাকী দাশ, সোমা রায়, সিদ্দিক হোসেন মামুন, মো. হেলাল উদ্দিন, শঙ্কর দে, তাপস চৌধুরী, জাহেদ হোসেন, শ্রেয়সী রায়, মানস পাল চৌধুরী, ফাহমিদা রহমান, রুনা পারভিনের একক সঙ্গীত পরিবেশনা।
উৎসবের সভাপতি রাশেদ হাসান বলেন, পল্লী জীবনে মানুষ যতটা প্রকৃতির ছোঁয়া পায়, নাগরিক জীবনে সেটা পাওয়া যায় না। তাই বসন্তের এ দিনে সবার মনে সুষ্ঠু সংস্কৃতির মাধ্যমে প্রকৃতির বার্তা দিতে চাই। দিনব্যাপী এ উন্মুক্ত আয়োজন সবাই উপভোগ করবেন এটাই প্রত্যাশা।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০
এমএ/টিসি