একজন মুসলিম হিসেবে ভারতে নিরাপদ অনুভব করি : আদনান সামি

পাকিস্তানি বংশোদ্ভূত গায়ক-গীতিকার আদনান সামি বরাবরই বিস্ফোরক মতামত দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন। ভারতজুড়ে যখন দিল্লির সহিংসতা নিয়ে উদ্বেগ, এমন সময়ে তিনি আবারও তার মন্তব্যের জন্য সংবাদশিরোনাম হলেন। তিনি জানান, একজন মুসলিম হিসেবে ভারতে নিজেকে নিরাপদ মনে করেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষ নিয়ে যেখানে চিন্তিত পুরো ভারত, নরেন্দ্র মোদি অনুরোধ করেছেন শান্তি বজায় রাখার। সেখানে আদনান সামি বিতর্ক উসকে দিয়ে বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন তাদের জন্য যারা সংকটে পড়ে দ্রুত কোথাও আশ্রয় বা নাগরিকত্ব খুঁজছে। এটা বিদেশীদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য নয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আদনান সামি বলেন, আমির খান যা-ই বলুক না কেন তা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমি যতটুকু বুঝি, আমি একজন মুসলিম। আমি সকল ধর্মকেই শ্রদ্ধা করি। সেসঙ্গে সবার উৎসবেও অংশ নিই। আমি সকল প্রকারে মানবতাকেই বরণ করি। আমার অনেক সুযোগ ছিল। কিন্তু একজন মুসলিম হয়েও আমি ভারতে আসারই সিদ্ধান্ত নিই। 

আদনান সামির বাবা পাকিস্তান বিমান বাহিনীতে চাকরি করতেন। ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতের মাটিতে বোমাবর্ষণও করেছিলেন তার বাবা। এ নিয়ে ভারতীয়দের কটাক্ষের শিকারও হয়েছেন আদনান। বিশেষত এ বছর রাষ্ট্রীয় ‘পদ্মশ্রী’ সম্মাননা পাওয়ার পর সমালোচকরা তাকে এভাবেই নিশানা করেন। ২০১৫ সালে আদনান সামি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন। 

বিডি-প্রতিদিন/শফিক