প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, আমরা প্রাথমিক শিক্ষায় অনেক এগিয়ে গেলেও এখন পর্যন্ত মানসম্মত শিক্ষা অর্জন করতে পারিনি। এবারে আমাদের টার্গেট হলো মানসম্মত শিক্ষা। এবছর যেসব ১৮হাজার শিক্ষক সদ্য নিয়োগ দেয়া হলো তারা মানসম্মত শিক্ষা দেবেন।
শুক্রবার কুড়িগ্রাম জেলা সদরের খলিলগঞ্জস্থ অভিনন্দন কনভেনশন সেন্টারে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৮ এর যোগদানকৃত শিক্ষকদের দুই দিন ব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ উদ্বোধনকালে এসব কথাগুলো বলেন তিনি।
তিনি বলেন, আমরা শিক্ষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে চাই। এখন আমরা ব্রিটিশ কাউন্সিলের সাথে চুক্তি করেছি তারা এসে আমাদের বাংলাদেশে পিটিআইতে শিক্ষকদের ট্রেনিং করাবে। আমরা কোয়ালিটি এডুকেশনের জন্য বিভিন্ন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ সময় কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপ-পরিচালক খন্দকার ইকবাল হোসেন, কুড়িগ্রাম পিটিআই সুপার উত্তম কুমার ধর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন