জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। স্বাধীনতার স্বপক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ সকলের কাছে পৌঁছে দেয়া গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। পাশাপাশি সাংবাদিকদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ তৈরিতে নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। এ সময় মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
রবিবার ঢাকায় ‘নাগরিক টিভি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী, বিজিএমই-র সভাপতি ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, মার্চ মাস জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ থেকে শিক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নাগরিক টিভি এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠানে জাতিকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে গণমাধ্যমসহ নাগরিক টিভির সকল সদস্যের প্রতি আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব