ছোট থেকে নিজে না খেয়ে সন্তানকে খাইয়ে পরিয়ে বড় করেছেন মা, এমন বহু নিদর্শন আছে। এমনকি সন্তান বড় হয়ে গেলেও তার জন্য চিন্তা করতে ছাড়েন না মা। কারন মা এমনই হন। কথায় বলে, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। তবে এমন সন্তান পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। মা শয্যাশায়ী বলে তার মন ভাল করার জন্য খেলায় মত্ত হলেন ছেলে।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। বৃদ্ধা মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাই মায়ের মন ভাল করতে বেলুন নিয়ে মায়ের খেলায় মাতলেন ছেলে। জন্মের পর থেকে প্রতিটা পদক্ষেপে সন্তানের পাশে থাকে মা। যত্ন সহকারে তাকে বড় করে মানুষের মতো মানুষ করে তোলে। সেই মা বাবার যখন বয়স হয় তখন তাদেরও খেয়াল রাখা, যত্ন করা সন্তানের কর্তব্য।
স্বাভাবিক ভাবেই এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখে চোখে পানি এসেছে অনেকেরই। যে মায়ের গর্ভ থেকে এমন সুযোগ্য সন্তানের জন্ম হয়েছে তাকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা।