যাত্রীর ফেলে যাওয়া মোবাইল ফিরিয়ে দিলেন অটোচালক

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীর ফেলে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছেন অটোরিকশার চালক। সোমবার বিকেল সোয়া ৩টার দিকে চালকের আলাপচারিতা শুনা যায় তার অটোরিকশাতে বসেই। ১০-১৫ মিনিটের মধ্যেই তিনি ফোন সেটটি ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারা এলাকার বাসিন্দা মালিককে পৌঁছে দেন। তবে ফোন মালিকের নাম নিশ্চিত হওয়া যায়নি। 

চালক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া গ্রামের বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজী পাড়ার কেশব পাল জানান, কাউতলী এলাকায় যাত্রী নামিয়ে আবার তিনি শহরের দিকে আসছিলেন। এ সময় সামনে বসা থাকা এক যাত্রী ফোনটি দেখতে পেয়ে এটি কার জানতে চান। ফোনটি তাঁর নয় জানিয়ে নিজের কাছে নিয়ে নেন। টিএ রোডের ফ্লাইভারের কাছে আসার পর ফোনটিতে কল করেন মালিক। সাথে সাথে তিনি সেটটি ফিরিয়ে দিতে চান বলে জানান। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম