ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ছবিতে দেখা যায়, হাসিমুখে দুই ফুট উচ্চতার দুইজন খর্বাকার ব্যক্তি। তাদের পরিচয় তারা ভিক্ষুক। নাম মোহাম্মদ মনির খান, মোহাম্মদ নয়ন খান। রাজধানীর মৌচাক মার্কেটে তাদের দেখা মিলে।

জানা গেছে, ভিক্ষাবৃত্তিতে আসার কোনো ইচ্ছে কখনোই তাদের ছিল না। ভাগ্যের নির্মম পরিহাসে পেটের দায়ে ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন তারা। কারণ তারা খর্বাকার। আর পাঁচজনের মতো স্বাভাবিক হয়ে পৃথিবীতে আসেননি।

এরপরও তারা বেশ হাসিখুশি। কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না। কেউ খুশি হয়ে দিলে দিলো না দিলেও এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। কষ্টের মাঝেও তাদের হাসিমুখের ছবিটি নেটিজেনদের মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।