dav

মো: আ: রশীদ হাওলাদার, পটুয়াখালী জেলা সংবাদদাতা : শারীরিক প্রতিবন্ধী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) এইচ.এম মতিউর রহমান সম্প্রতি জাতীয় পর্যায় শ্রেনী কক্ষে পাঠদান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
এইচ.এম মতিউর রহমান পটুয়াখালী জেলার দুমকী উপজেলার লেবুখালী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ ইউনুস হাওলাদার। তিনি চার ভাই বোনের মধ্যে তৃতীয়। তিনি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে এসএসসি , ১৯৯২ সালে বাকেরগঞ্জ সরকারী কলেজ থেকে এইচএসসি, ১৯৯৫ সালে বরিশাল বিএম কলেজ থেকে বি.কম (সম্মান) হিসাব বিজ্ঞান নিয়ে মেধা তালিকায় উত্তীর্ন হন এবং ১৯৯৬ সালে একই কলেজ থেকে এম.কম (হিসাব বিজ্ঞান) পাশ করে বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড করেন। তিনি ২০০৬ সালে সরকারি চাকুরীতে যোগদান করেন। এর আগে তিনি বরিশাল বিভাগে শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।