এটি আমাদের পৃথিবীর ছবি, যে গ্রহে আমরা বাস করছি। এখান থেকে ৪০০ কোটি মাইল দূরে পৃথিবীকে ঠিক এমনই দেখায়।
দিনটি ছিল ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা থেকে উৎক্ষেপিত ভয়েজার-১ মহাকাশযান সৌরজগতের সীমানা ছাড়িয়ে আন্তনাক্ষত্রিক শূন্যতায় প্রবেশ করবে, ঠিক সে সময় জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান এক মিনতি জানান নাসার বিজ্ঞানীদের কাছে। তিনি বলেন, ভয়েজারকে একবারের জন্য পৃথিবীর দিকে ফিরে তাকাতে নির্দেশ করুন, প্লিজ।
নাসা সে অনুরোধ রেখেছিল, ভয়েজার মাত্র একবার পেছন ফিরে তাকায়। এরপরই সৃষ্টি হয় ইতিহাস। পৃথিবীর একটি মাত্র ছবি তোলে ভয়েজার। আর ওই ছবিটি তোলা হয় ৪০০ কোটি মাইল দূর থেকে। ঐতিহাসিক এ দিনটির ৩০ বছর পূর্তিতে গত ১৩ ফেব্রুয়ারি নাসা তাদের ওয়েবসাইটে ছবিটি প্রকাশ করে।