মঙ্গলবার ডিসির সম্মেলন কক্ষে করোনাভাইরাস প্রতিরোধে জরুরি সভায় এ তথ্য জানানো হয়।
ডিসি মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এডিসি(সার্বিক) মোছা. সুমনী আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সদর ইউএনও নাসরীন সুলতানা, এনডিসি রাজীব দাস পুরকায়স্থ, ফেনী জেনারেল হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূইয়া।
সভায় জানানো হয়, মেডিকেল টিমের নেতৃত্বে রয়েছেন সদর হাসপাতালের আরএমও ডা. ইকবাল হোসেন ভূঁইয়া। সভায় আরো জানানো হয়, বাংলাদেশ এ রোগে ঝুঁকিতে রয়েছে। করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। করোনা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যামে ও আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এবং পশুপাখির মাধ্যমে এ রোগ ছড়ায়।
প্রতিরোধের উপায় হচ্ছে, সাবান দিয়ে হাত দোয়া, হাত না ধুয়ে চোখ, মুখ ও নাক স্পর্শ না করা। হাঁচি-কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু/পাখির সংস্পর্শে না আসা ও মাছ-মাংস ভালোভাবে রান্না করে খাওয়া।