বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে মাশরাফির জন্য ভোটও চেয়েছেন তিনি।আজ  মঙ্গলবার শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘মাশরাফি নির্বাচন করতে পারেন, করলে আপনারা ভোট দেবেন।’ মাশরাফি কোন দল থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  মুস্তফা কামাল বলেন, ‘যে কোনো দল থেকে করতে পারেন.. বিএনপি থেকে করলেও আপনারা তাকে ভোট দেবেন।’ মাশরাফি সম্পর্কে পরিকল্পনামন্ত্রী বলেন, তিনি ভালো মানুষ। তিনি তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে চলেন।
এর আগে এনইসির মিলনায়তনে একনেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ১৩টি প্রকল্প অনুমোদন হয়েছে। এই ১৩ প্রকল্পে প্রাক্কলন ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৫১৮ কোটি টাকা। বৈঠক শেষে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী